সড়ক দুর্ঘটনায় ৪ জেলায় নিহত ৭

টাঙ্গাইল, সিরাজগঞ্জ, যশোর ও ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছেন। ছবি: সংগৃহীত

সড়ক দুর্ঘটনায় আজ বৃহস্পতিবার দেশের ৪ জেলায় ৭ জন নিহত হয়েছেন।

টাঙ্গাইল, সিরাজগঞ্জ, যশোর ও ঝিনাইদহ থেকে দ্য ডেইলি স্টারের সংবাদদাতারা এসব তথ্য জানিয়েছেন।

যশোর 

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন এবং ৭ জন আহত হয়েছেন।

সদর উপজেলায় একটি মাটিবাহী ট্রাক একসঙ্গে ৩টি বাইসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলে ২ জন নিহত হন। এতে আহত হন ১ জন।

আজ বৃহস্পতিবার ভোরে দেয়াড়া ইউনিয়নের এড়েন্দা গ্রামে এ ঘটনা ঘটে। 

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) এ কে এম সফিকুল আলম চৌধুরী ডেইলি স্টারকে জানান, নিহত ও আহতরা ৩টি বাইসাইকেলে মাছ ধরতে যাচ্ছিলেন। সে সময় বিপরীত দিক থেকে আসা মাটিবাহী ট্রাকটি বাইসাইকেল ৩টিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে ২ জন মারা যান।

অপরদিকে বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় শহরের ধর্মতলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ইজিবাইকের ৬ যাত্রী আহত হয়েছেন। আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যশোর শহরের ধর্মতলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ইজিবাইকের ৬ যাত্রী আহত হন। ছবি: সংগৃহীত

এছাড়া, বুধবার রাত সাড়ে ১২টার দিকে মনিরামপুর-রাজগঞ্জ সড়কের কাশিপুর বটতলা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। 

নিহতরা হলেন- মনিরামপুর উপজেলার মাছনা গ্রামের নাহিদ হোসেন (২০) ও তার খালাতো ভাই মোহনপুর গ্রামের শিহাব হোসেন (১৭)।

মণিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হান্নান দ্য ডেইলি স্টারকে জানান, মনিরামপুরের দিকে যাওয়ার সময় কাশিপুর বটতলা এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর সঙ্গে আঘাত লাগে। এতে মোটরসাইকেল আরোহী ২ ভাই ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

ঝিনাইদহ 

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় একটি করিমন (শ্যালোইঞ্জিন চালিত যান) নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার খালকুলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শাকিল খান (২৫) উপজেলার রামচন্দ্রপুর এলাকার বাসিন্দা ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে রামচন্দ্রপুর থেকে খড়বোঝাই করিমনে কোটচাঁদপুরের দিকে যাচ্ছিলেন দুই ভাই। পথে খালকুলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে করিমনটি রাস্তার পাশের একটি পুকুরে পড়ে যায়। 

এ সময় চালক শাকিল খান গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শিশির কুমার সানা দ্য ডেইলি স্টারকে জানান, 'হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।'

টাঙ্গাইল 

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ৯টার মধ্যে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার চরপাড়া এবং দুল্লা মনসুর এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।

গোরাই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা টুটুল দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল ৮টার দিকে প্রথম দুর্ঘটনাটিতে ঘটে চরপাড়ায়। দুটি মালবাহী ট্রাকের সংঘর্ষে সেখানে কয়েকজন আহত হন। এতে মহাসড়কের এক লেন বন্ধ হয়ে যায়। 

এদিকে সকাল ৯টায় দুল্লা মনসুর এলাকায় বাস, ট্রাক ও ১টি পিকআপ ভ্যানের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে বাসটির হেলপার মারা যান এবং দুর্ঘটনাকবলিত ৩ যানের ১০-১২ জন আহত হন। 

সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ সদর উপজেলায় বাসচাপায় ১ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে শিয়ালকোল বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শরিফুল ইসলাম (২৬) উল্লাপাড়া উপজেলার বেতকান্দি গ্রামের বাসিন্দা ছিলেন।

সিরাজগঞ্জের ট্রাফিক ইনস্পেক্টর (প্রশাসন) মো. সালেকুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, 'ঘটনাস্থল থেকে বাসটি পালিয়ে যেতে সক্ষম হয়। বাসটি আটক করা সম্ভব হয়নি।'

Comments

The Daily Star  | English

JnU second campus: Project stalled amid bureaucratic hurdles

The construction of Jagannath University’s long-awaited second campus in Keraniganj has stalled due to bureaucratic delays.

6h ago