টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত, ছেলে আহত

টাঙ্গাইলের কালিহাতি উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক দম্পতি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তাদের ছেলে।
শনিবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পৌলি এলাকায় টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
ধারণা করা হচ্ছে, রাস্তা পার হওয়ার সময় কোনো একটি যানবাহন তাদের ধাক্কা দিয়ে চলে যায়। তবে যানবাহনটি শনাক্ত করা সম্ভব হয়নি।
নিহত দুজন হলেন—উপজেলার দক্ষিণ পৌলি গ্রামের বাসিন্দা রঞ্জিত দাস (৫০) ও তার স্ত্রী বন্দনা দাস (৪০)।
দুর্ঘটনায় আহত হওয়ার পর তাদের ছেলে দিবস দাসকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ঘটনাস্থলেই বন্দনার মৃত্যু হয়। টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পর রঞ্জিত মারা যান। দিবস এখনো চিকিৎসাধীন।
মধুপুর (এলেঙ্গা) হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শরীফ বলেন, 'পৌলি এলাকায় মহাসড়কে এক ব্যক্তির মরদেহ পড়ে আছে—রাতে এমন তথ্য পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। সেই মরদেহ উদ্ধার করে আমরা ফাঁড়িতে নিয়ে আসি।'
'পরবর্তীতে জানতে পারি, হাসপাতালে আরও একজন মারা গেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে,' বলেন তিনি।
Comments