অটোরিকশা চাপায় প্রাণ গেল তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর

শরীয়তপুরে ডামুড্যায় ব্যাটারিচালিত অটোরিকশা চাপায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী লামিয়া আক্তার (৯) নিহত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার চরভয়রা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
শরীয়তপুর
স্টার ডিজিটাল গ্রাফিক্স

শরীয়তপুরে ডামুড্যায় ব্যাটারিচালিত অটোরিকশা চাপায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী লামিয়া আক্তার (৯) নিহত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার চরভয়রা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শরীফুল ইসলাম দ্যা ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'লামিয়া উপজেলার উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের চরভয়রা এলাকার স্বপন মাঝির মেয়ে। সে স্থানীয় ১০ নম্বর চরভয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। শুক্রবার সকালে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বিদ্যালয়ের সামনের সড়কে একটি বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়। হঠাৎ একটি ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে র‍্যালিতে ঢুকে যায়। এ সময় লামিয়া অটোরিকশার নিচে চাপা পড়ে।'

তিনি আরও বলেন, 'পরে শিক্ষকরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং সেখানের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।'

'অটোরিকশা চালক পলাতক আছেন। তাকে খোঁজা হচ্ছে। এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেননি,' বলেন তিনি।

চরভয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল আমিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'লামিয়া তৃতীয় শ্রেণির মেধাবী ছাত্রী ছিল। বিজয় র‍্যালির সময় পেছন থেকে একটি অটোরিকশা লামিয়াকে চাপা দেয়। পরে লামিয়ার মৃত্যু হয়।'

Comments