বরিশালে ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১৫

বরিশালের কাশিপুর এলাকায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।
আজ শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের কাশিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানা পুলিশের পরিদর্শক লোকমান হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, 'ঢাকা থেকে ইসলাম পরিবহনের একটি বাস বরিশালের দিকে যাচ্ছিল। অন্যদিকে বরিশাল থেকে পিরোজপুরের দিকে এসআর পরিবহনের একটি বাস যাচ্ছিল। বাস ২টি কাশিপুর এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়।'
তিনি আরও বলেন, 'এতে ঘটনাস্থলে এসআর পরিবহনের চালকের মৃত্যু হয়। এছাড়া আহত অবস্থায় ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাস ২টি জব্দ করা হয়েছে।'
নিহত মে. কালাম বরিশালের বাবুগঞ্জের মানিককাঠি এলাকার বাসিন্দা বলে জানান তিনি।
Comments