যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

যশোরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৩ যুবক নিহত হয়েছে। রোববার রাত ৮টার দিকে যশোর-মাগুরা সড়কের বাহাদুরপুর এলাকায় ও শহরতলীর চাচড়া এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের সামনে নিহতদের স্বজনদের আহাজারি। ছবি: সংগৃহীত

যশোরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৩ যুবক নিহত হয়েছে। রোববার রাত ৮টার দিকে যশোর-মাগুরা সড়কের বাহাদুরপুর এলাকায় ও শহরতলীর চাচড়া এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।

নিহতরা হলেন-যশোর শহরের কাজীপাড়া এলাকার বাসিন্দা খোকন (৩৫), উপশহর এলাকার বাসিন্দা আরমান হোসেন (৩৬) এবং পোস্ট অফিস পাড়া এলাকার বাসিন্দা শিমুল হোসেন (৩৪)।

যশোর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম ঘটনার দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

কোতোয়ালী থানা পুলিশ জানায়, সন্ধ্যায় নিহত আরমান, খোকন ও খোকনের ভাই লিটন একই প্রাইভেটকারে ছিলেন। গাড়িটি যশোর-মাগুরা সড়কের বাহাদুরপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। গুরুতর আহত অবস্থায় ৩ জনকে উদ্ধার করে স্থানীয়রা যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আরমান ও খোকনকে মৃত ঘোষণা করেন। লিটনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

অপরদিকে সন্ধ্যায় মোটরসাইকেলে শহরতলীর চাচড়া এলাকায় এসে পৌঁছালে অজ্ঞাত গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন শিমুল। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

সেখানে হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক সাইফুর রহমান পৌনে ৮টার দিকে শিমুলকে মৃত ঘোষণা করেন।

জানতে চাইলে যশোর হাইওয়ে পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার আলী আহমেদ হাসমি দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা দুর্ঘটনার সংবাদ পেয়েছি। আমি ঘটনাস্থলের দিকে যাচ্ছি।'

Comments

The Daily Star  | English

Chattogram shoe factory fire under control

A fire that broke out at a shoe accessories manufacturing factory on Bayezid Bostami Road in Chattogram city this afternoon was brought under control after two hours.

2h ago