খিলগাঁওয়ে ট্রেনের ধাক্কায় জীবন বীমার কর্মকর্তার মৃত্যু

রাজধানীর খিলগাঁও রেলগেটে ট্রেনের ধাক্কায় জীবন বীমা করপোরেশনের জুনিয়র অফিসার সাইদুল আলম তপনের (৫৮) মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
মৃত সাইদুল রাজধানীর কেরানীগঞ্জ এলাকায় থাকতেন।
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আহমেদ বিশ্বাস দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর সাইদুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Comments