যশোরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

যশোরে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ১ জন আহত হয়েছেন। আজ সোমবার সকালে রাজারহাটে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনা
ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

যশোরে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ১ জন আহত হয়েছেন। আজ সোমবার সকালে রাজারহাটে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইদ্রিস আলী (৬০) যশোর শহরের পালবাড়ি এলাকার বাসিন্দা। দুর্ঘটনায় আহত আবুল কালাম আজাদ (৩৬) শহরের পুরাতন কসবা এলাকার বাসিন্দা।

যশোর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন। 

স্থানীয়রা জানান, ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইদ্রিস আলীকে মৃত ঘোষণা করেন।

ওসি তাজুল ইসলাম বলেন, 'দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যেতে সক্ষম হন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।'

Comments