যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়ায় একটি ট্রাকে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় চালকসহ ১ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ যাত্রী।
স্টার অনলাইন গ্রাফিক্স

রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়ায় একটি ট্রাকে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় চালকসহ ১ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ যাত্রী।

আজ শুক্রবার ভোর ৪টার দিকে শনির আখড়ার ধনিয়া কলেজ সংলগ্ন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. সালমান রহমান।

নিহতরা হলেন— অটোরিকশাচালক মমিন মিয়া (৩৭) ও মাছ ব্যবসায়ী পলাশ (৫০)। আহতরা হলেন— মাছ ব্যবসায়ী শাহ আলী (৩৬) ও সুমন (৪০)।

উপপরিদর্শক মো. সালমান রহমান জানান, ভোরে ঢাকার দিকে ঢুকছিল একটি ট্রাক। ধনিয়া কলেজের সামনের রাস্তায় ট্রাকটি হঠাৎ ব্রেক করলে পেছন থেকে অটোরিকশাটি সজোরে ট্রাকটির পেছনে গিয়ে ধাক্কা দেয়। এতে ট্রাকের নিচের ফাঁকা অংশে ঢুকে পড়ে অটোরিকশাটি। তখন চালক ও ৩ যাত্রী গুরুতর আহত হন। খবর পেয়ে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মমিন ও পলাশকে মৃত ঘোষণা করেন। বাকি ২ জনের অবস্থা আশঙ্কাজনক।

'ঘটনার পরপরই চালক ট্রাকটি নিয়ে পালিয়ে গেছেন। গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে', বলেন পুলিশের এই কর্মকর্তা।

Comments

The Daily Star  | English

Central bank not blocking any business accounts: Governor 

BB is not blocking or interfering with the accounts of any businesses, regardless of their political affiliations, said BB Governor Ahsan H Mansur

22m ago