মুন্সিগঞ্জে পিকআপচাপায় কলেজ শিক্ষক নিহত

পুলিশ-বিএনপি সংঘর্ষ,
স্টার অনলাইন গ্রাফিক্স

মুন্সিগঞ্জের শ্রীনগরে পিকআপচাপায় একজন কলেজ শিক্ষক নিহত হয়েছেন।

আজ সোমবার রাত ৮টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার হাসাঁড়া কলেজগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত আব্বাস আলী পাটোয়ারী (৪০) শ্রীনগর উপজেলার খারড়া আদর্শ ডিগ্রী কলেজের হিসাববিজ্ঞানের প্রভাষক ছিলেন। তিনি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার হাসাল গ্রামের মৃত আসাদ আলী পাটোয়ারীর ছেলে।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ রাত ৮টার দিকে এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে ঢাকাগামী দ্রুতগতির একটি পিকআপ চাপা দিলে আব্বাস আলী গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে সিরাজদিখান উপজেলার নিমতলি জনসভা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম আল মামুন বলেন, 'এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। নিহতের মরদেহ স্বজনের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।'

Comments

The Daily Star  | English
august 5 public holiday in Bangladesh

Govt to declare Aug 5 as public holiday

"Every year this day will be observed as the student-led people's uprising day"

1h ago