মাকে নিয়ে যুক্তরাষ্ট্রে ফেরা হলো না লিমার

রোগী নিয়ে ঢাকা যাওয়ার পথে শরীয়তপুরে পদ্মা সেতুর টোল প্লাজা সংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় ৬ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আছেন যুক্তরাষ্ট্র প্রবাসী লুৎফুন্নাহার লিমা (৩০) ও তার মা জাহানারা বেগম (৫৫)।
মাকে নিয়ে যুক্তরাষ্ট্রে ফেরা হলো না লিমার
দুর্ঘটনায় নিহত মা ও মেয়ে। ছবি: সংগৃহীত

রোগী নিয়ে ঢাকা যাওয়ার পথে শরীয়তপুরে পদ্মা সেতুর টোল প্লাজা সংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় ৬ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আছেন যুক্তরাষ্ট্র প্রবাসী লুৎফুন্নাহার লিমা (৩০) ও তার মা জাহানারা বেগম (৫৫)।

অথচ, মাকে নিয়ে যুক্তরাষ্ট্রে বাবার কাছে ফেরার কথা ছিল লিমার।

নিহত লিমার বড় বোন শারমিন আক্তার শিল্পীর কামালউদ্দিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।

তিনি বলেন, 'দুর্ঘটনায় নিহত রোগী জাহানারা বেগমকে নিয়ে যুক্তরাষ্ট্রে বাবার কাছে যাওয়ার কথা ছিল লুৎফুন্নাহার লিমার। লিমা পেশায় কম্পিউটার প্রকৌশলী ও যুক্তরাষ্ট্রপ্রবাসী। ২০১০ সাল থেকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি প্রতিষ্ঠানে কাজ করতেন তিনি। তার বাবা লতিফ মল্লিকও যুক্তরাষ্ট্রপ্রবাসী।'

'মা জাহানারা বেগম অসুস্থ ও দেখাশোনা করার কেউ না থাকায় কয়েক মাস দেশে আসেন লিমা। মায়ের কিডনি রোগ ও ডায়াবেটিসের জটিলতা বৃদ্ধি পেলে মা'কেও যুক্তরাষ্ট্র নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। ২-৩ মাসের মধ্যে যেন যুক্তরাষ্ট্র নিতে সেজন্য সেসব কাজও শেষ করেছিলেন,' বলেন কামালউদ্দিন।

তিনি আর বলেন, 'পরে গতকাল সোমবার হঠাৎ করে লিমার মা অসুস্থ হয়ে পড়েন। ডায়াবেটিস বেড়ে অবস্থার অবনতি হয়। এরপর বরিশালের স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া পথে তাদের অ্যাম্বুলেন্সটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে তাদের মৃত্যু হয়।'

শিবচর হাইওয়ে থানার পরিদর্শক আবু নাঈম মোহাম্মদ মোফাজ্জেল জানান, অ্যাম্বুলেন্সচালক রবিউল রোববার দিবাগত রাত ২টার দিকে ঢাকা থেকে রোগী নিয়ে ভোলা যান। কিন্তু, কোনো বিরতি না দিয়েই সোমবার রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন এবং ভোর ৪টা ২০ মিনিটে তার অ্যাম্বুলেন্স দুর্ঘটনার কবলে পড়ে। এতে অ্যাম্বুলেন্সচালক রবিউল ও রোগী জাহানারা বেগম ও তার মেয়েসহ ৬ জন ঘটনাস্থলে মারা যান।

Comments