ঢাকা মেডিকেলে আগুন আতঙ্কে হুড়োহুড়িতে রোগীর মৃত্যু

Dhaka Medical College Hospital (DMCH)
ফাইল ছবি

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আগুনের ঘটনায় আতঙ্কিত হয়ে নতুন ১০ তলা ভবনের ষষ্ঠ তলার ওয়ার্ড থেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে জসিম উদ্দিন (৬০) নামে ভর্তি থাকা এক রোগী মারা গেছেন।

রোববার বিকেল সাড়ে ৩টার দিকে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

জসিম উদ্দিনের ছেলে মফিজ সরকার দ্য ডেইলি স্টারকে জানান, তাদের বাড়ি কুমিল্লার তিতাস উপজেলায়। হৃদরোগ, নিউমোনিয়া, শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত জসিম উদ্দিনকে শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ভবনের ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। চারতলা থেকে ধোঁয়া উঠতে দেখে তাদের ওয়ার্ডের সবাই ছোটাছুটি শুরু করেন। বাবা ওয়ার্ডে অক্সিজেন সাপোর্টে ছিলেন। অক্সিজেন ছাড়া সিঁড়ি দিয়ে নামানোর সময় বাবার অবস্থা গুরুতর হয়ে যায়। জরুরি বিভাগে নেওয়ার পর মারা যান তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, হৃদরোগে আক্রান্ত গুরুতর অসুস্থ এক রোগী অক্সিজেন সাপোর্টে ছিলেন। আতঙ্কিত হয়ে তার স্বজনরা অক্সিজেন ছাড়াই তাকে নামিয়ে আনছিলেন। এর ফলে দুর্ঘটনাটি ঘটেছে। রোগীদের নিচে নামতে নিরুৎসাহিত করা হয়েছিল।

উল্লেখ্য, আজ দুপুর ৩টায় ভবনের চতুর্থ তলায় কিডনি বিভাগে আগুন লেগেছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গেলেও হাসপাতালের কর্মীরাই ৮ মিনিটের মধ্যে আগুন নিভিয়ে ফেলেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, আগুনে কেউ হতাহত হননি। ভবনের বাইরে এসি বক্সে আগুন লেগেছিল। দুটি এসি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।

Comments

The Daily Star  | English

BNP not in favour of banning any political party: Fakhrul

'Who are we to ban a political party? The people will decide,' says the BNP leader

40m ago