গত বছর ২৪১০২ অগ্নিকাণ্ড, দ্বিতীয় সর্বোচ্চ কারণ জ্বলন্ত সিগারেট
গত বছর সারাদেশে অগ্নিকাণ্ডের ২৪ হাজার ১০২টি ঘটনায় ৯৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে সাধারণ জনগণ ৮৫ জন ও অগ্নি নির্বাপক কর্মী ১৩ জন।
আর আহত হয়েছেন ৪০৭ জন। তাদের মধ্যে সাধারণ জনগণ ৩৭৭ জন ও অগ্নি নির্বাপক কর্মী ৩০ জন।
আজ সোমবার ফায়ার সার্ভিসের প্রকাশিত 'অগ্নিকাণ্ড ও দুর্ঘটনা সংক্রান্ত কার্যক্রমের বার্ষিক পরিসংখ্যা ডাটা-২০২২' শীর্ষক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এসব অগ্নিকাণ্ডের প্রধান ৩টি কারণ হলো— বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ড, বিড়ি-সিগারেটের জ্বলন্ত টুকরো থেকে অগ্নিকাণ্ড এবং চুলা (ইলেকট্রিক, গ্যাস ও মাটির) থেকে অগ্নিকাণ্ড।
ফায়ার সার্ভিস জানিয়েছে, অগ্নিকাণ্ডে মারা যাওয়া মানুষের সংখ্যা প্রকৃতপক্ষে আরও বেশি হবে। কারণ আহতদের মধ্যেও পরবর্তীতে অনেকে মারা যান।
Comments