নাটোরে ট্রাকের ধাক্কায় নিহত ৩
নাটোরের সিংড়া উপজেলায় ভ্যানে ট্রাকের ধাক্কায় ৩ জন নিহত হয়েছেন।
আজ সোমবার সকাল ৮টায় সিংড়ার জোলারবাতা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— উপজেলার কলম পুণ্ডরী গ্রামের বাসিন্দা আব্দুর রহিম (৪৫), বিদ্যুৎ আলী (৩৫) ও কাঁচু মণ্ডল (৬৫)।
বিষয়টি নিশ্চিত করে নাটোরের ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ সকাল ৮টার দিকে ঘন কুয়াশার কারণে বগুড়া-নাটোর মহাসড়কের সিংড়ার জোলারবাতা এলাকায় ব্যাটারিচালিত ভ্যানে ট্রাক ধাক্কা দেয়। এতে রহিম ঘটনাস্থলেই মারা যান। আহত ৪ জনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে পৌঁছালে চিকিৎসক বিদ্যুৎ ও কাঁচুকেও মৃত ঘোষণা করেন।'
বিদ্যুৎ ও কাঁচুর মৃত্যুর বিষয়টি রাজশাহী মেট্রোপলিটন এলাকায় রাজপাড়া থানার ওসির বরাত দিয়ে ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি মাসুদ হোসেন নিশ্চিত করেছেন।
ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
Comments