গাছের সঙ্গে ধাক্কায় ট্রাকচালক নিহত
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় মো. হাফিজুর রহমান (৪০) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।
এদিন সকাল সোয়া ৫টার দিকে মধুখালী পৌর এলাকার বক্কার মোল্লার হ্যাচারির সামনে ঢাকা-খুলনা মহাসড়কে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, হাফিজুর রহমানের বাড়ি চুয়াডাঙ্গার বোয়ালিয়া গ্রামে। তার বাবার নাম দ্বীন মোহাম্মদ। তিনি ট্রাক নিয়ে মাগুরায় যাচ্ছিলেন। দুর্ঘটনার পরে চালকের সহকারীকে খুঁজে পাওয়া যায়নি। চালকের সহকারী মো. আবুল কালাম (২৫) বোয়ালিয়া এলাকার আবুল কাশেমের ছেলে।
শহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাকটি করিমপুর হাইওয়ে পুলিশ জব্দ করেছে। এ ব্যাপারে তারাই আইনগত ব্যবস্থা নেবে।
Comments