ময়মনসিংহ-গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৭, আহত ৭

road accident
ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

ময়মনসিংহ ও গাজীপুরে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন।

এর মধ্যে, ময়মনসিংহের গৌরীপুরে ট্রাকচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার ৪ নারী যাত্রী নিহত ও ২ জন আহত এবং গাজীপুরে পৃথক ৩টি সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন।

ময়মনসিংহ

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মাজহারুল আনোয়ার দ্য ডেইলি স্টারকে জানান, ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার শ্রীরামপুর এলাকায় বালুবোঝাই একটি ট্রাক ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই অটোরিকশার চার নারী যাত্রী নিহত হন এবং দুজন আহত হন।

নিহতরা হলেন—গৌরীপুরের দরবারচর গ্রামের কুলসুমা খাতুন (৯৫), দিলরুবা খাতুন (৪০), ময়মনসিংহ শহরের নাটকঘর লেন এলাকার রিতি আক্তার ও প্রীতি আক্তার (৭)।

এ দুর্ঘটনায় আহত মাহি আক্তার (১৬) ও শ্যামলী আক্তারকে (২০) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ মরদেহগুলো উদ্ধার করে। এ দুর্ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

গাজীপুর 

গাজীপুরের কোনাবাড়ীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসের ধাক্কায় এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। 

কোনাবাড়ী থানার ওসি নজরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, আজ সকাল ৯টার দিকে কোনাবাড়ী ফ্লাইওভারের নিচে এ দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীদের বত দিয়ে পুলিশ জানায়, কালিয়াকৈরমুখী তাকওয়া পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে চাপা ডিলে চালক গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর চেষ্টা করেন, কিন্তু তার আগেই তিনি মারা যান।

অপরদিকে, কাপাসিয়া থানার ওসি মোহম্মদ আব্দুল বারিক দ্য ডেইলি স্টারকে জানান, গাজীপুরের কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। 

আজ রোববার সকাল ১০টায় চকবড়হর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আলম (৪৫) কিশোরগঞ্জ জেলা সদরের দলিয়াচর গ্রামের বাসিন্দা ছিলেন।

এদিকে, গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন।

আজ সকালে উপজেলায় এমসি বাজার এলাকার এ দুর্ঘটনা ঘটে।

মাওনা হাইওয়ে পুলিশের এসআই জুয়েল রানা ডেইলি স্টারকে জানান, ময়মনসিংহমুখী অটোরিকশাটিকে এমসি বাজার এলাকায় অজ্ঞাত একটি ট্রাকচাপা দেয়।

এ দুর্ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। 

Comments

The Daily Star  | English
July Warriors Shahbagh road blockade

Shahbagh gridlocked as protesters demand July Charter finalisation

Although their numbers declined as rain began, the demonstrators continued to block the intersection

1h ago