গুলিস্তানে বিস্ফোরণ

বার্ন ইউনিটে আরও ১ জনের মৃত্যু, নিহত বেড়ে ২৩

গুলিস্তান বিস্ফোরণ
৭ মার্চ গুলিস্তানের সিদ্দিকবাজারে ৭ তলা ভবনটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। ছবি: রাশেদ সুমন/ স্টার

রাজধানীর গুলিস্তানে সিদ্দিকবাজারে ভবনে বিস্ফোরণের ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আরও একজন মারা গেছেন। এ নিয়ে এ দুর্ঘটনায় মোট মারা গেলেন ২৩ জন।

আজ শনিবার বার্ন ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সিদ্দিক বাজারের বিস্ফোরণের ঘটনায় বার্ন ইনস্টিটিউটে মির্জা আজম নামে আরেক ব্যক্তি মারা গেছে। সকাল সাড়ে ৯ টায় তিনি মারা যান। তার শরীরে ৮০ শতাংশ পোড়া ছিল।

Comments

The Daily Star  | English

No price too high for mass deportations

US President-elect Donald Trump has doubled down on his campaign promise of the mass deportation of illegal immigrants, saying the cost of doing so will not be a deterrent.

5h ago