সীতাকুণ্ডে তুলার গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা এলাকায় একটি তুলার গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে।
সীতাকুণ্ড, চট্টগ্রাম, ছোট কুমিরা, তুলার গুদাম, অগ্নিকাণ্ড,
শনিবার সকালে সীতাকুণ্ডের ছোট কুমিরায় একটি তুলার গুদামে আগুন লাগে। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা এলাকায় একটি তুলার গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দায়িত্বরত কর্মকর্তা জানান, ছোট কুমিরায় সকাল সাড়ে ১০টায় তুলার গুদামে অগ্নিকাণ্ডের খবর পেয়ে সীতাকুণ্ড ও কুমিরা ফায়ার স্টেশনের ৫টি ইউনিট সেখানে গেছে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, 'একটি সুতার কারখানার তুলার গুদামে আগুন লাকার সংবাদ পেয়েছি। পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীর ঘটনাস্থলে আছেন।'
 

Comments