ত্রিশালে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৪, দগ্ধ ৫

সিলিন্ডার বিস্ফোরণের পর পুড়ে যাওয়া মাইক্রোবাসটি। ছবি: সংগৃহীত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যাত্রীবাহী এক মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে অগ্নিকাণ্ডে ৪ জন নিহত হয়েছেন এবং দগ্ধ ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ সোমবার ভোররাত ২টার দিকে ত্রিশাল উপজেলার রাঙামাটি এলাকায় এই ঘটনা ঘটে।

ত্রিশাল থানার পরিদর্শক (তদন্ত) মো. আবু বকর সিদ্দিক জানান, মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের এক পাশে পরে যায় এবং গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে ঘটনাস্থলেই অগ্নিদগ্ধ হয়ে মাইক্রোবাসের ৪ যাত্রী নিহত হন।

তিনি আরও জানান, অগ্নিদগ্ধ অপর ৫ যাত্রীকে উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।

নিহতরা হলেন নেত্রকোণার পূর্বধলার আক্কাস আলীর স্ত্রী দোলেনা বেগম (৪০), রুবেল মিয়ার ছেলে আশিক মিয়া (১৩) ও ময়মনসিংহের ধোবাউড়ার তোতা মিয়ার স্ত্রী রেজিয়া খাতুন (৪২)। নিহত অপর একজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আহতরা হলেন রুবেল মিয়া (৪০), তার স্ত্রী ফেরদৌসী বেগম (৩০), আক্কাস আলী (৫০), তোতা মিয়া (৬০) এবং তার ৪ বছর বয়সী নাতী ইয়াসিন।

আবু বকর সিদ্দিক বলেন, 'মাইক্রোবাসটি ধোবাউড়া উপজেলা থেকে ঢাকায় যাচ্ছিল। হঠাৎ বিকট বিস্ফোরণের শব্দে এলাকাবাসীও ঘটনাস্থলে উপস্থিত হন।'

ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুল কালাম বলেন, 'খবর পেয়ে ঘটনাস্থলে এসে আমরা প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনি এবং উদ্ধার কার্যক্রম শুরু করি। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ২ নারীসহ অগ্নিদগ্ধ ৪ জনের মরদেহ গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে।'

নিহতদের মরদেহ শনাক্তে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে বলে জানায় পুলিশ।

Comments

The Daily Star  | English

Govt publishes gazette of 1,558 injured July fighters

Of them, 210 have been enlisted in the critically injured "B" category, while the rest fall under the "C" category of injured fighters

4h ago