ভোলায় বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

ভোলার দৌলতখানে বাসের ধাক্কায় ২ কলেজ শিক্ষার্থীসহ ব্যাটারিচালিত অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন।
দুর্ঘটনা
ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

ভোলার দৌলতখানে বাসের ধাক্কায় ২ কলেজ শিক্ষার্থীসহ ব্যাটারিচালিত অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন।

আজ সোমবার সকাল সোয়া ৯টার দিকে ভোলা-চরফ্যাশন সড়কের বাংলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হালিমা খাতুন মহিলা মহাবিদ্যালয়ের ২ শিক্ষার্থী রিমা আক্তার (১৭), শিমা বেগম (১৭) এবং আব্দুল কালাম (৫৫)।

দৌলতখান থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আহসান জানান, শিক্ষার্থীরা অটোরিকশায় বাংলাবাজারের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হন।

আহত অবস্থায় অটোরিকশা চালককে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ বাসটি জব্দ করেছে এবং চালককে আটক করেছে।

বাংলাবাজার তদন্তকেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'একটি অনুষ্ঠানে যোগ দিতে শিক্ষার্থীরা কলেজে যাচ্ছিলেন।'

Comments