মাদারীপুরে বাস দুর্ঘটনা

মেয়েদের জন্য লাল জামা কেনা হলো না নিহত ব্যাংকার রাশেদের

আহত ১২ জনকে পাঠানো হলো ঢামেকে, ১৭ মরদেহ শিবচর স্বাস্থ্য কমপ্লেক্সে
সকাল সাড়ে ৭টায় সড়কের পাশে খাদে পড়ে যায় বাসটি। ছবি: সংগৃহীত

ঈদে মেয়ে দুই মেয়ের জন্য লাল জামা ও পুতুল কেনা হলো না শিবচর বাস দুর্ঘটনায় নিহত ব্যাংকার রাশেদ সরদারের। রাশেদ সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার সখিপুর এলাকার আসমত আলী সরদারের ছেলে। ঢাকায় ডাচ বাংলা ব্যাংকের হেড অফিসে লোন শাখায় কর্মকর্তা হিসেবে চাকরি করতেন।

গত বৃহস্পতিবার ঢাকা থেকে সাতক্ষীরা গিয়েছিলেন শ্যালিকার মৃত্যুবার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিতে। তিন দিন পর এখন রাশেদ সরদারের দোয়া মাহফিল করতে হবে। নিহত রাশেদ সরদারের শ্বশুর শফিকুল ইসলাম কাঁদতে কাঁদতে দ্য ডেইলি স্টারকে এসব কথা বলছিলেন।

তিনি বলেন, গতকাল রাতে রাশেদের দুই মেয়ে সারা ও সাফা আমার কোলে বসে ছিল। বাবা ঈদের আগে আর ছুটিতে আসবে না জেনে তারা তাদের বাবাকে বলেছিল এবার ঈদে কিন্তু আমাদের লাল জামা ও পুতুল চাই। না হলে কিন্তু আমি তোমার সঙ্গে কথা বলব না। এই ছোট দুটো বাচ্চার কথাই সত্যি হলো, তাদের বাবা কখনোই আর তাদের সঙ্গে কথা বলবে না। তারা এখন বাবার জন্য পথ চেয়ে থাকবে। কে তাদেরকে ঈদের নতুন জামা আর পুতুল কিনে দেবে।

তিনি আরও বলেন, এখন আমি ছাড়া আমার দুই নাতনী আর তাদের মায়ের কেউ রইল না। এখন এই পরিবারটিকে আমাকেই দেখতে হবে। প্রশাসনের কাছে একটাই অনুরোধ। আপনারা খেয়াল রাখবেন যেন দ্রুত গতিতে কেউ গাড়ি না চালায়, কেউ সন্তানহারা না হয়।

আজ সকাল সাড়ে ৭টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাস পদ্মা সেতুর আগে এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুমড়েমুচড়ে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন।

Comments

The Daily Star  | English

Decision on AL political activities ban after official gazette received: CEC

The CEC made the remarks following a meeting with a delegation from the US-based organisation Carter Center

57m ago