ঝিনাইদহে পিকআপ ভ্যানের ধাক্কায় দম্পতি নিহত, আহত ৩

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় মাছবাহী পিকআপ ভ্যানের ধাক্কায় এক দম্পতি নিহত হয়েছেন। এ সময় তাদের কন্যাসহ ৩ জন আহত হয়েছেন।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় দুর্ঘটনাকবলিত ঠেলা ভ্যান। ছবি: সংগৃহীত

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় মাছবাহী পিকআপ ভ্যানের ধাক্কায় এক দম্পতি নিহত হয়েছেন। এ সময় তাদের কন্যাসহ ৩ জন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার ভোর ৬টার দিকে উপজেলার মোবারকগঞ্জ চিনিকলের সামনে এই দুর্ঘটনা ঘটে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্ল্যা দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তিরা হলেন—সাব্দার হোসেন (৪৮) ও স্ত্রী পারভিনা বেগম (৪০)।

দুর্ঘটনায় আহত হয়েছেন সাব্দার হোসেনের কন্যা সাথী খাতুন (২৫), তার ৭ বছর বয়সী ছেলে আরাফাত হোসেন ও ইঞ্জিনযুক্ত ঠেলা ভ্যানচালক আব্দুল করিম।

সাথী জানিয়েছেন, তার বাবার বাড়ি সদর উপজেলার বিষয়খালী গ্রামে। তারা চিকিৎসকের পরামর্শ নিতে যশোরে যাচ্ছিলেন।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি মাছবাহী পিকআপ ভ্যান পেছন থেকে ঠেলা ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানের যাত্রীরা রাস্তায় ছিটকে পড়েন। স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সাব্দার হোসেন ও তার স্ত্রী পারভিনা বেগমের মৃত্যু হয়। সাথী খাতুন, তার ছেলে আরাফাত হোসেন ও ভ্যানচালক আব্দুল করিমকে প্রথমে কালীগঞ্জ হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক তাদের যশোর সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।

কালীগঞ্জ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আরিফুল ইসলাম ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

Comments