সৌদিতে বাস দুর্ঘটনা: ৮ বাংলাদেশি নিহত, পরিচয় শনাক্ত

রিয়াদে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব মোহাম্মদ ফখরুল ইসলাম (প্রেস) এ তথ্য নিশ্চিত করেছেন।
দুর্ঘটনাকবলিত বাস। ছবি: আল এরাবিয়া

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমে বাস দুর্ঘটনায় ৮ বাংলাদেশি নিহত এবং ১৮ জন আহত হয়েছেন। হতাহত আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

আজ মঙ্গলবার রাতে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব মোহাম্মদ ফখরুল ইসলাম (প্রেস) এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, নোয়াখালীর শহিদুল ইসলাম ও মো. হেলাল, কুমিল্লার মুরাদনগরের মামুন মিয়া ও রাসেল মোল্লা, লক্ষ্মীপুরের সবুজ হোসাইন, কক্সবাজারের মহেশখালীর মো. আসিফ, গাজীপুরের টঙ্গির মো. ইমাম হোসাইন রনি এবং চাঁদপুরের রকু মিয়া।

সৌদি আরব প্রবাসী বাংলাদেশি সাংবাদিক সাগর চৌধুরী জানিয়েছেন, বাসে বাংলাদেশি যাত্রী ছিলেন ৩৫ জন। তাদের মধ্যে ১৮ জন আহতাবস্থায় বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। ৮ জন নিহত ছাড়াও এখন পর্যন্ত ৭ থেকে ৯ জন বাংলাদেশি নিখোঁজ আছেন।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ওমরাহ যাত্রীবাহী বাসটি একটি সেতুর সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায় এবং পরে আগুন ধরে যায়। এতে ২২ জন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন।

আসির প্রদেশ ও আভা শহরের সংযোগকারী সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা ওমরাহ পালনে মক্কা যাচ্ছিলেন।

 

Comments