নারায়ণগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

স্টার অনলাইন গ্রাফিক্স

নারায়ণগঞ্জের বন্দরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ যাত্রী নিহত এবং চালকসহ অপর আরেকযাত্রী আহত হয়েছেন।

রোববার সকাল পৌনে ৭টার দিকে উপজেলার ফুলহর এলাকায় মদনপুর-মদনগঞ্জ সড়কে এই দুর্ঘটনা ঘটে।

দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন বন্দরের ধামগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মাসুদুর রহমান।

নিহতরা হলেন-- উপজেলার দক্ষিণ লক্ষ্মণখোলা এলাকার গার্মেন্টসের ঝুট ব্যবসায়ী জহিরুল ইসলাম (৪২) ও পোশাক কারখানার শ্রমিক মো. মুকুল (৪০)।

দুর্ঘটনায় আহতরা হলেন-- অটোরিকশা চালক আলতাফ হোসেন (৫৫) এবং যাত্রী দুলাল হোসেন (৪৫)।

মাসুদুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, উপজেলার লক্ষ্মণখোলা বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে মদনপুর স্ট্যান্ডের দিকে যেতে থাকা সিএনজিচালিত অটোরিকশাটি ফুলহর এলাকায় বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এই ঘটনায় দুই জন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। চালক ও অপর যাত্রী স্থানীয় বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন।

নিহতদের স্বজনদের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে জানিয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক দ্য ডেইলি স্টারকে বলেন, ঘটনার পরপরই পুলিশ ট্রাকটি জব্দ করে। তবে চালক ও তার সহযোগী পালিয়ে গেছেন। তাদের আটকের চেষ্টা চলছে।

Comments

The Daily Star  | English

Govt plans to hire foreign firms to operate Ctg Port: Shafiqul

He expressed hope that the recruitment process would be completed by September this year

42m ago