আগারগাঁওয়ে বিএনপি বাজার বস্তির আগুন নিয়ন্ত্রণে

স্টার অনলাইন গ্রাফিক্স

রাজধানীর আগারগাঁওয়ে বিএনপি বাজার বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। 

আজ রোববার রাত ৯টা ৭ মিনিটে এই আগুন লাগে। এরপর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের চেষ্টায় রাত ৯টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার এরশাদ হোসেন বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। 

Comments

The Daily Star  | English

IMF loan tranches: Agreement with IMF at last

The government has reached a staff-level agreement with the International Monetary Fund for the fourth and fifth tranche of the $4.7 billion loan programme, putting to bed months of uncertainty over their disbursement.

11h ago