কা‌লিহাতী‌

ট্রেনে কাটা পড়ে মা-মেয়েসহ ৪ জনের মৃত্যু

ট্রেনে কাটা প‌ড়ে মৃত্যু
টাঙ্গাইলের কা‌লিহাতী উপজেলায় ট্রেনে কাটা প‌ড়ে নিকরাইল দাস পাড়া এলাকার ৪ জনের মৃত্যু হয়। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের কা‌লিহাতী উপজেলায় ট্রেনে কাটা পড়ে মা ও মেয়েসহ ৪ জনের মৃত্যু হয়েছে।

আজ বুধবার ভোর সা‌ড়ে ৫টার দি‌কে ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়‌কের পা‌শে উপ‌জেলার সল্লা ইউ‌নিয়‌নের মীরহামজানী এলাকায় এই ঘটনা ঘ‌টে।

মৃতরা হলেন—ভূঞাপুর উপ‌জেলার নিকরাইল দাস পাড়া এলাকার বাসন্তী, আরতী রানী দাস, শান্তি রানী ও শিল্পী রানী। শান্তি রানী ও শিল্পী রানী সম্পর্কে মা ও মেয়ে।

তাদের স্বজনরা দ্য ডেইলি স্টারকে জানান, সকাল সাড়ে ৫টার দিকে এক দল মানুষ আর্থিক সহযোগিতা নেওয়ার জন্য সল্লা যাচ্ছিলেন। সেসময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মা ও মেয়েসহ ৪ জনের মৃত্যু হয়।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার উপপ‌রিদর্শক (এসআই) নাজমুল হাসান দ্য ডেইলি স্টারকে বলেন, 'ভোরে ৪ নারী রেললাই‌নের ওপর দি‌য়ে হেঁটে যা‌চ্ছিলেন। সেসময় একতা এক্সপ্রেস ট্রেনে কাটা প‌ড়ে ৪ জন মারা যান।' 

Comments

The Daily Star  | English

BNP activists gathering at Nayapaltan to join Labour Day rally

Chanting slogans, the party activists and supporters began arriving at the venue from 12:00pm.

57m ago