ক্যান্টনমেন্ট রেলস্টেশনে ট্রেনের চাকার নিচে আটকেপড়া শিশু উদ্ধার

রাজধানীর ক্যান্টনমেন্ট রেলস্টেশনে ট্রেনের ইঞ্জিনের চাকার নিচে আটকেপড়া এক শিশুকে আহতাবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
আজ শুক্রবার বিকেলে শিশুটিকে উদ্ধারের পর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঢাকা জোন-৩ এর উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ক্যান্টনমেন্ট রেলস্টেশনে ট্রেনের ইঞ্জিনের চাকার নিচে রাজু (৯) নামে এক শিশু আটকা পড়েছে খবর পেয়ে কুর্মিটোলা ফায়ার স্টেশনের একটি টিম দুর্ঘটনাস্থলে পোঁছে অত্যাধুনিক ইকুইপমেন্ট ব্যবহার করে আহত শিশুটিকে উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে তাকে নিটোরে পাঠানো হয়।
ট্রেনটি ক্যান্টনমেন্ট মেঘনা পেট্রোলিয়াম ডিপো থেকে ক্যান্টনমেন্ট স্টেশন ইয়ার্ডে আসার পথে এই দুর্ঘটনা ঘটে বলেও জানান তিনি।
আহত রাজু ময়মনসিংহের মো. সাদ্দাম হোসেনের ছেলে।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'শিশুটির বাম পায়ের হাঁটুর ওপর ট্রেনের চাকা কিছু অংশ উঠে থেমে যায়। পরে যন্ত্রপাতির সাহায্যে ট্রেনের চাকা উঁচু করে শিশুটিকে উদ্ধার করা হয়। তাকে নিটোরে পাঠানো হয়েছে। তবে উদ্ধারের সময় তার পা বিচ্ছিন্ন হয়নি।'
Comments