দুর্ঘটনা ও অগ্নিকাণ্ড

রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের গন্ধ: সমাধান করেছে তিতাস

রাজধানীর বিভিন্ন এলাকার বাতাসে গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়ার ঘটনায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ ব্যবস্থা নিয়েছে এবং এই সমস্যার সমাধান করেছে।

রাজধানীর বিভিন্ন এলাকার বাতাসে গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়ার ঘটনায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ ব্যবস্থা নিয়েছে এবং এই সমস্যার সমাধান করেছে।

আজ মঙ্গলবার তিতাসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

তিতাস কর্তৃপক্ষ জানায়, গতকাল রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে ঢাকা শহরের কয়েকটি এলাকা, যেমন: রামপুরা, বাড্ডা, বনশ্রী, বেইলি রোড ইত্যাদি হতে গ্যাসের গন্ধ পাওয়ার অভিযোগ আসে। অভিযোগ পেয়ে সঙ্গে সঙ্গে তিতাসের ১৪টি ইমার্জেন্সি টিম ওইসব এলাকা সরেজমিন পরিদর্শন করে এবং জনগণকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেয়। একইসঙ্গে যেসব ডিআরএসের মাধ্যমে ঢাকায় গ্যাস সরবরাহ করা হয়ে থাকে, সেগুলো থেকে গ্যাসের চাপ কমিয়ে দেওয়া হলে অল্প কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

তারা আরও জানায়, ঈদুল ফিতরের ছুটিতে শিল্পকারখানা বন্ধ থাকায় এবং ঢাকা শহরের গ্যাসের চাহিদা কম থাকায় লাইনে গ্যাসের চাপ আগের তুলনায় বেশি ছিল। চাপ বেশি হওয়ায় ছোট ছোট লিক দিয়ে গ্যাস বের হয়। গ্যাসের সঙ্গে ওডোরেন্ট মেশানো ফলে এর গন্ধ পেয়ে মানুষ আতঙ্কিত হয়ে পড়েন।

বর্তমানে ঢাকা শহরের গ্যাস সরবরাহ স্বাভাবিক আছে এবং জনগণকে স্বাচ্ছন্দে গ্যাসের চুলা জ্বালানোর পরামর্শ দিয়েছে তিতাস।

এর আগে রাজধানীর বিভিন্ন এলাকার বাতাসে গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়ে। এতে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন।

 

Comments