শীতলক্ষ্যায় নৌকাডুবি: ২ দিন পর নিখোঁজ স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাথরবোঝাই বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবিতে শীতলক্ষ্যায় নিখোঁজ স্কুলশিক্ষার্থী ওশানা আক্তারের (১২) মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ৷
আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে নিখোঁজের ২ দিন পর উপজেলার বানিয়াদী স্লুইস গেট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ইছাপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মাহবুব আলম দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন৷
গত ২৬ এপ্রিল দুপুরে পরিবারের সঙ্গে বেড়াতে গিয়ে খেয়া পারের সময় নৌকাডুবিতে শীতলক্ষ্যায় নিখোঁজ ওশানা সোনারগাঁ উপজেলার পেরাব এলাকার আবু সাঈদের মেয়ে ও স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী৷
এই ঘটনায় আবু সাঈদ রূপগঞ্জ থানায় মামলা করলে বাল্কহেডের চালকসহ ৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ৷
নৌ পুলিশের এসআই মাহবুব আলম জানান, গত ২৬ এপ্রিল দুপুর আড়াইটার দিকে বানিয়াদী খেয়াঘাট পারাপারের সময় পাথরবোঝাই বাল্কহেডের ধাক্কায় নৌকাটি ডুবে যায়৷ সে সময় মাঝিসহ যাত্রীদের ১০ জনের মধ্যে ৯ জনকে স্থানীয় মাঝিরা উদ্ধার করতে পারলেও ডুবে যায় ওশানা৷
ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের সদস্যরা চেষ্টা করেও তার সন্ধান পাননি৷
'শুক্রবার সকালে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ওশানার মরদেহ ঘটনাস্থলের পাশে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়৷ আইনগত কার্যক্রম শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে,' যোগ করেন এসআই মাহবুব।
Comments