টঙ্গীতে আগুনে পুড়ল ২ গুদাম

টঙ্গীতে পৃথক দুটি গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে। আজ রোববার দুপুরে প্রথম আগুন লাগে পাগার এলাকার হোসেন ডাইং অ্যান্ড প্রিন্টিং মিলসের গুদামে। এক ঘণ্টার ব্যবধানে টঙ্গীর মিল গেইট নামাপাড়া এলাকার ঝুটের গুদামে আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীরা দীর্ঘ চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আজ দুপুর দেড়টার দিকে টঙ্গীর পাগাড় হোসেন ডাইং এন্ড প্রিন্টিং মিলসের গুদামে আগুন লাগে বলে জানিয়েছেন টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. ইকবাল হাসান।
তিনি জানান, হোসেন ডাইং এন্ড প্রিন্টিং মিলসের গুদামে আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। কারখানার ভেতর একটি গুদামে তুলা ও সুতা মজুদ করা ছিল। আগুন বাড়তে থাকায় উত্তরা থেকে ফায়ার সার্ভিসের আরও দুইটি ইউনিট গিয়ে বিকাল ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
পরে দুপুর আড়াইটার দিকে টঙ্গীর মিল গেইট নামাপাড়া এলাকার বেশ কয়েকটি ঝুট গুদামে আগুন লাগে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসসহ আশেপাশের কয়েকটি ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বিকেল পৌনে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণ করেন।
এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
Comments