বঙ্গোপসাগরে নৌযানে আগুন, আহত ৩
চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় বঙ্গোপসাগরে একটি নৌযানে আগুন লেগেছে। শুক্রবার রাত পৌনে ১২টার দিকে এই ঘটনা ঘটে।
ইপিজেড থানার ওসি আবদুল করিম বলেন, 'আগুন লাগলে নৌযানে থাকা ৩ জন সাগরে লাফ দিয়ে অন্য নৌযানের সাহায্যে তীরে চলে আসেন। তারা হাসপাতালে চলে গেছেন। শুনেছি কেউ গুরুতর আহত নন। তবে তাদের নাম-ঠিকানা সংগ্রহ করা সম্ভব হয়নি।'
চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক জানান, বন্দর জলসীমায় আলপা নোঙর এলাকায় অবস্থানরত একটি লাইটার জাহাজ বন্দরের নিয়ন্ত্রণকক্ষে জানায় যে, সেখানে একটি নৌযানে আগুন লেগেছে। এরপর আগুন নিয়ন্ত্রণে বন্দর কর্তৃপক্ষ, কোস্টগার্ডসহ কয়েকটি সংস্থা যৌথভাবে কাজ শুরু করে।
তবে কেউ নৌযানের নাম এবং সেটিতে কী ছিল এ বিষয়ে তাৎক্ষণিকভাবে তথ্য দিতে পারেনি।
ফায়ার সার্ভিসের আগ্রাবাদ কন্ট্রোল রুম থেকে জানিয়েছে, ফায়ার সার্ভিসের সাগরে গিয়ে আগুন নেভানোর মতো যন্ত্রপাতি এবং নৌযান না থাকায় ফায়ার ফাইটাররা তীরে গিয়ে অপেক্ষা করছে।
Comments