পীরগঞ্জে ট্রেনে কাটা পড়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে রুহুল আমিন (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
আজ শনিবার দুপুর ১টা ৪০ মিনিটে ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কে ভাতারমারী রেলগেট অতিক্রম করার সময় এই দুর্ঘটনা ঘটেছে।
দিনাজপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'দুপুরে বাইসাইকেল নিয়ে রেলগেট অতিক্রম করার সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই ছাত্রের মৃত্যু হয়।'
মৃত রুহুল আমিন উপজেলার ঘিডোপ গ্রামের আব্দুল লতিফের ছেলে এবং স্থানীয় একটি হাইস্কুল থেকে ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিল।
রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং আইনি প্রক্রিয়া শেষে সন্ধ্যা ৬টার দিকে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে।
এ ঘটনায় দিনাজপুর রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে বলেও জানান ওসি।
Comments