আফতাবনগরে বন্ধুদের সঙ্গে খালে নেমে কলেজশিক্ষার্থীর মৃত্যু

ঢাকার আফতাবনগরে এক কলেজশিক্ষার্থী খালে নেমে পানিতে ডুবে মারা গেছে। ওই শিক্ষার্থীর নাম তামজিদ রহমান (১৭)। সে রাজধানীর বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র ছিল। ঢাকার শান্তিবাগ এলাকায় তার বাসা।
তামজিদের বন্ধু সাঈদ হাবিবুল্লাহ সাংবাদিকদের বলেন, তারা ৪-৫ জন বন্ধু মিলে বিকেলে খেলাধুলা করে গোসলের জন্য আফতাবনগরের একটি খালে নেমেছিল। তামজিদ ডুবে গেলে তারা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইন-চার্জ পরিদর্শক বাচ্চু মিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, তামজিদকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসপাতালে আনা হয়। চিকিৎসকরা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
Comments