বসতঘরে কাভার্ড ভ্যান, প্রাণ গেল ঘুমিয়ে থাকা মা ও মেয়ের

মঙ্গলবার ভোরে টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের নল্যা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
টাঙ্গাইল, দুর্ঘটনা, নিহত,
নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানটি রাস্তার পাশের বসতঘরের ওপর উল্টে পড়ে। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যান রাস্তার পাশের বসতঘরের ওপর উল্টে পড়ে। এতে ওই বাড়িতে ঘুমিয়ে থাকা মা ও মেয়ে নিহত হয়েছেন।

মঙ্গলবার ভোরে টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের নল্যা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নল্যা গ্রামের ফুল রানী (৩৫) ও তার মেয়ে রাধিকা রানী দাস (১৩)।

এ ঘটনায় আহত ফুল রানীর স্বামী গনেশ চন্দ্র রবিদাস (৪৫) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ধনবাড়ি ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোহাম্মদ খাদেমুজ্জামান দ্য ডেইলি স্টারকে জানান, 'ভোর ৩টা ৪৫ মিনিটে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে কাভার্ড ভ্যানের নীচে চাপা পড়া দম্পতিসহ ৩ জনকে উদ্ধার করি।'

ধনবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম জসিমউদ্দিন বলেন, 'কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে উল্টে পড়ায় মা ও মেয়ে নিহত হয়েছেন। অতিরিক্ত গরমের কারণে তারা ওই ঘরের বারান্দায় ঘুমিয়েছিলেন। ওই কাভার্ড ভ্যানের চালক বা তার সহকারীকে দুর্ঘটনাস্থলে পাওয়া যায়নি। গাড়িটি আটক করা হয়েছে।'

Comments