নির্মাণাধীন সেতুর মাটি ধসে ৩ শ্রমিক নিহত

স্টার অনলাইন গ্রাফিক্স

ফরিদপুরের সদরপুর উপজেলায় একটি নির্মাণাধীন সেতুর মাটি ধসে ৩ শ্রমিক নিহত হয়েছেন।

আজ বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলার ভাষাণচর ইউনিয়নের জমাদ্দার গ্রামে এই ঘটনা ঘটে।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার।

ওই ৩ শ্রমিক হলেন— বাড়েরহাটের মোল্লারহাটের জাবেদ (২৯), ফরিদপুর সদরের ফকিরপুরের অন্তর (২৭) ও কৈজুরী এলাকার জুলহাস (২৮)।

সুব্রত গোলদার জানান, নির্মাণাধীন সেতুর মাটি ধসে পড়ায় ওই ৩ শ্রমিক নিহত হয়েছেন।

Comments

The Daily Star  | English

Can Bangladesh ride out the wave of US tariffs?

Trump's announcement sent businesses scrambling. Orders froze. Buyers demanded discounts. Stock markets plummeted.

11h ago