রাজশাহীতে পদ্মায় গোসল করতে নেমে ২ শিক্ষার্থী নিখোঁজ
রাজশাহীতে পদ্মা নদীতে গোসল করতে নেমে রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ২ শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন।
আজ শনিবার সকালে শহরের টি-বাঁধ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ ২ জন হলেন—মেহেরচণ্ডী এলাকার সারোয়ার সিয়াম (১৭) ও দরগাহপাড়ার বাসিন্দা রিয়াদ খন্দকার গালিব (১৭)।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের রাজশাহীর উপপরিচালক ওয়াহেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
'শ্রীরামপুরের টি-বাঁধ এলাকায় গোসল করতে নেমে সকাল সাড়ে ১১টার দিকে তারা নিখোঁজ হন,' বলেন তিনি।
ওয়াহেদুল ইসলাম আরও জানান, নিখোঁজের তথ্য পেয়ে স্থানীয় জেলে ও মাঝিদের সহায়তায় ২টি ইউনিটের ৬ জন ডুবুরি তাদের উদ্ধারের চেষ্টা করছেন। বিকেল সাড়ে ৪টার পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ শিক্ষার্থীদের স্বজন নদীর পাড়ে জড়ো হয়েছেন। গালিবের ফুপু তনিমা খাতুন বলেন, তারা ২ বন্ধু সকাল ১১টার দিকে নদীতে গোসল করার জন্য বের হয়েছিল। দুপুর ১২টার দিকে আমরা এই দুর্ঘটনা কথা আমরা জানতে পারি।
Comments