রাজশাহী

পদ্মায় নিখোঁজ ২ শিক্ষার্থীর ১ জনের মরদেহ উদ্ধার

পদ্মায় নিখোঁজ শিক্ষার্থী
স্টার ডিজিটাল গ্রাফিক্স

রাজশাহীতে পদ্মায় গোসল করতে নেমে রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির নিখোঁজ ২ শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় মাঝিরা শ্রীরামপুর টি-বাঁধ এলাকায় একজনের মরদেহ পদ্মায় ভাসতে দেখে সংশ্লিষ্টদের সংবাদ দিলে ফায়ার সার্ভিসের ডুবুরিরা মেহেরচণ্ডী এলাকার সারোয়ার সিয়ামকে (১৭) উদ্ধার করেন।

আজ রোববার সকাল ৬টায় সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের রাজশাহীর উপপরিচালক ওয়াহেদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।

তিনি বলেন, 'যে জায়গায় শিক্ষার্থীরা নিখোঁজ হয়েছিলেন সেখানেই সিয়ামের মরদেহ পাওয়া গেছে।'

তিনি জানান, দরগাহপাড়ার বাসিন্দা রিয়াদ খন্দকার গালিব (১৭) এখনো নিখোঁজ আছেন। তাকে উদ্ধারের চেষ্টা চলছে।

গতকাল সকালে টি-বাঁধ এলাকায় চরে ফুটবল খেলা শেষে পদ্মায় গোছল করতে নেমে সকাল সাড়ে ১১টার দিকে সিয়াম ও গালিব নিখোঁজ হন।

Comments

The Daily Star  | English

‘We knew nothing about any open letter’

Journalist Bibhuranjan’s son says after identifying his body

9h ago