মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রের কাঠের স্তূপে আগুন
কক্সবাজারে মহেশখালীর মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র এলাকায় আগুন লেগেছে।
বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প পরিচালক আবুল কালাম আজাদ বলেন, সকাল সাড়ে ১০টার দিকে একটি ডাম্প ইয়ার্ডে আগুন লাগে। ওই স্থানে কাঠের বাক্সসহ ফেলে দেওয়া প্যাকিং সামগ্রী রাখা হতো।
বিদ্যুৎকেন্দ্র থেকে ঘটনাস্থলটি প্রায় ৩ কিলোমিটার দূরে বলে জানিয়েছেন তিনি।
আজ শনিবার দুপুর সাড়ে ৩টার দিকে তিনি বলেন, 'আগুন এখন প্রায় নিয়ন্ত্রণে।'
Comments