মালিবাগে ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থীর মৃত্যু

১৫ দিন আগে ঢাকায় মামার বাসায় আসে মাহিম।
dead body
স্টার অনলাইন গ্রাফিক্স

রাজধানী ঢাকার মালিবাগ লেভেল ক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে মাহিম (১৬) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) সাদ্দাম হোসাইন দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, সংকটাপন্ন অবস্থায় ওই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

সাদ্দাম আরও জানান, সন্ধ্যার দিকে ওই কিশোর পায়ে হেঁটে লাইন পার হওয়ার সময় কমলাপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেনের নিচে কাটা পড়ে গুরুতর আহত হয়। ঘটনার সময় উপস্থিত অনেকেই তাকে পেছন থেকে ডেকেছে কিন্তু সে শুনতে পায়নি।

মাহিমের মামা জাকির হোসেন মোবাইল ফোনে জানান, মাহিমের বাড়ি ঝালকাঠির রাজাপুর উপজেলার কানুদাসকাঠি গ্রামে। তার বাবার নাম নাসির উদ্দিন। মাহিম গ্রামেই থাকতো। ভান্ডারিয়া এলাকার একটি স্কুল থেকে সে এসএসসি পরীক্ষা দিয়েছে।

জাকির হোসেন আরও বলেন, '১৫ দিন আগে গ্রাম থেকে মুগদা মানিকনগরে আমার বাসায় বেড়াতে আসে মাহিম। বিকেলে বাসা থেকে বের হয়ে মালিবাগ যাওয়ার কথা ছিল। সন্ধ্যার দিকে পুলিশের মাধ্যমে জানতে পারলাম মাহিম মালিবাগ রেলগেটে ট্রেনে কাটা পড়েছে, পরে ঢাকা মেডিকেলে মারা গেছে।'

Comments