দুর্ঘটনা ও অগ্নিকাণ্ড
টাঙ্গাইল

নৌকাডুবিতে শিশুসহ ৩ বরযাত্রীর মৃত্যু

বৃহস্পতিবার সন্ধ্যায় মির্জাপুরের তরফপুর ইউনিয়নের তরফপুর দক্ষিণপাড়া বিলে এ নৌকাডুবির ঘটনা ঘটে।
টাঙ্গাইল
স্টার অনলাইন গ্রাফিক্স

টাঙ্গাইলের মির্জাপুরে বিলে নৌকাডুবিতে শিশুসহ বরযাত্রীর ৩ জনের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার তরফপুর ইউনিয়নের তরফপুর দক্ষিণপাড়া বিলে এ নৌকাডুবির ঘটনা ঘটে।

মৃতরা হলেন-বরের বড়ভাই উপজেলার মন্দিরাপাড়া গ্রামের রিপন মিয়া (৪০), বরের চাচাতো ভাইয়ের মেয়ে স্নেহা (৮) ও পাশের হাড়িয়া গ্রামের আসিফ (২০)।

তরফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজ রেজা দ্য ডেইলি স্টারকে বলেন, 'বিয়ে বাড়িতে দুপুরের খাবার শেষে বরপক্ষের কয়েকজন একটি নৌকাযোগে বাড়ির পথে রওনা হয়। হঠাৎ হুড়োহুড়িতে নৌকাটি কাত হয়ে ডুবে যায়।'

নৌকাডুবির পর অন্যান্যরা সাঁতরে পাড়ে উঠতে পারলেও, পানিতে ডুবে ৩ জন মারা যায় বলে জানান তিনি।

মির্জাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার বেলায়েত হোসেন ডেইলি স্টারকে বলেন, 'দুর্ঘটনার খবর জেনেছি। সন্ধ্যা হয়ে যাওয়ায় ঘটনাস্থলে ডুবুরি পাঠানো সম্ভব হয়নি।'

জানতে চাইলে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালেহ মোহাম্মদ মাসুদ করিম দ্য ডেইলি স্টারকে জানান, তিনি স্থানীয় ইউপি সদস্যের কাছে ঘটনাটি শুনেছেন।

এ ঘটনায় থানায় কোনো অভিযোগ আসেনি বলে জানান তিনি।

Comments