চকরিয়ায় কাভার্ডভ্যান ও যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নিহত ও আহত সবাই লেগুনার যাত্রী।
দুর্ঘটনায় লেগুনাটি দুমড়ে-মুচড়ে যায়। ছবি: সংগৃহীত

কক্সবাজার জেলার চকরিয়ায় কাভার্ডভ্যান ও যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন।

গতকাল শনিবার সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের রিংভং আমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মাকসুদ আহমদ জানান, নিহতদের মধ্যে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কাটাখালী এলাকার মোহাম্মদ মারুফের (১৭) পরিচয় পাওয়া গেলেও অপরজনের পরিচয় পাওয়া যায়নি।

এ ঘটনায় আহতরা হলেন নিহত মারুফের দাদী আছিয়া খাতুন (৭০), ঈদগাঁও সদরের নুরুল ইসলামের ছেলে মনিরুল হক (২০) ও বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হারগাজা এলাকার বাদশা মিয়ার স্ত্রী হাফেজা খাতুন (৫০)।

নিহত ও আহত সবাই লেগুনার যাত্রী।

স্থানীয়দের বরাতে পুলিশ পরিদর্শক মাকসুদ আহমদ বলেন, 'চট্টগ্রামমুখি কাভার্ডভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মালুমঘাট খ্রিশ্চিয়ান মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানিয়েছেন, চিকিৎসাধীনদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।'

তিনি আরও বলেন, 'পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়ি ২টি জব্দ করেছে। নিহতদের মরদেহ মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।'

Comments

The Daily Star  | English

Teesta floods bury arable land in sand, leaving farmers devastated

The sand, carried by the floodwaters from the Teesta river, has rendered the land unsuitable for cultivation.

49m ago