নাতির বাড়ি থেকে ফেরার পথে বাসচাপায় নানা-নানির মৃত্যু

দিনাজপুর
স্টার ডিজিটাল গ্রাফিক্স

দিনাজপুর শহরে ইজিবাইক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। 

আজ শুক্রবার বিকেল ৪টার দিকে দিনাজপুর শহরের বাস টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় ইজিবাইকের চালকসহ ২ জন গুরুতর আহত হয়েছেন। তাদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।

নিহত মঙ্গল মুর্মু (৬৮) ও মালতি মার্ডি (৫০) পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের বাসিন্দা ছিলেন।

আহতরা হলেন-ইজিবাইক চালক পার্বতীপুর উপজেলার দুর্গাপুর গ্রামের মহসিন আলী (৩৭) ও নিহতদের নাতি বিপ্লব হাসদা (১৮)।

স্থানীয়রা জানান, নাতি বিপ্লব হাসদার বাড়ি থেকে পার্বতীপুরের বাস ধরতে মঙ্গল ও মালতি মহারাজা মোড়ের দিকে যাচ্ছিলেন। পথে বাসটার্মিনাল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তাদের ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। 

এতে ইজিবাইক চালকসহ ৪ জন আহত হয়। স্থানীয়দের সহযোগিতায় তাদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

ওসি তানভীরুল ইসলাম জানান, ইজিবাইক ও বাসটিকে আটক করা হয়েছে। বাসের চালক ও হেলপাররা পলাতক।

Comments

The Daily Star  | English
A dangerous suggestion

A dangerous suggestion

No provision in the constitution should be outside the purview of the judiciary

12h ago