চকরিয়ায় অটোরিকশায় লরির ধাক্কা, মা-মেয়ে নিহত

অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে চালকসহ ৫ জন আহত হয়।
road accident
ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

কক্সবাজার জেলার চকরিয়ায় লরির ধাক্কায় অটোরিকশা আরোহী মা ও মেয়ে নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন।

আজ বৃহস্পতিবার দুপুর ২টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের বানিয়ারছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চিরিঙ্গা হাইওয়ে থানার পরিদর্শক খোকন কান্তি রুদ্র দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন পেকুয়া উপজেলার মগনামা ঘাট এলাকার বাসিন্দা রোকেয়া বেগম (৪০) ও তার মেয়ে জেসমিন আক্তার (১৮)।

আহতরা হলেন-হারবাং এলাকার দুদু মিয়া (৬০) ও তার স্ত্রী রাবেয়া বেগম (৫৫) এবং শাহিনা আকতার (৪৫)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ পরিদর্শক খোকন কান্তি রুদ্র বলেন, 'দুপুরে মহাসড়কে বানিয়ারছড়া এলাকায় কক্সবাজারমুখী একটি অটোরিকশাকে চট্টগ্রামমুখী একটি লরি ধাক্কা দেয়।'

এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গেলে চালকসহ ৫ জন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। 

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
 

Comments

The Daily Star  | English
Saber Hossain Chowdhury minister for environment, forests and climate change

Saber Hossain Chowdhury arrested

The Detective Branch of police arrested former environment minister Saber Hossain Chowdhury from the capital’s Gulshan area today

13m ago