শীতলক্ষ্যায় গোসলে নেমে নিখোঁজ ২ শিশুর মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে গোসলে নেমে নিখোঁজের একদিন পর দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকাল ৭টার দিকে বন্দর খেয়াঘাট সংলগ্ন ময়মনসিংহ পট্টি এলাকা থেকে ৮ বছর বয়সী মো. ইসমাঈল ও ৭ বছর বয়সী বিল্লাল হোসেনের মরদেহ উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জ সদর নৌ থানা পুলিশের ইনচার্জ পরিদর্শক শহীদুল ইসলাম এ তথ্য দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেন।

বিল্লাল বন্দর উপজেলার উইলসন রোডের রাজমিস্ত্রি আবুল মিয়ার ছেলে এবং ইসমাঈল একই এলাকার প্রবাসী আলাউদ্দিন মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, দুই শিশুর পরিবার পাশাপাশি বাসায় থাকেন। গত রোববার সকাল ১১টার দিকে বাসার কাছেই ময়মনসিংহ পট্টি এলাকা দিয়ে শীতলক্ষ্যা নদীতে গোসলে নামে৷ এক পর্যায়ে তারা নদীর পানিতে ডুবে নিখোঁজ হয়। সকালে এক শিশুর মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় লোকজন।

মরদেহ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Comments