মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে ২ ভাইসহ নিহত ৩

নোয়াখালীর বেগমগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল খাদে পড়ে ২ ভাইসহ ৩ জন নিহত হয়েছেন।
স্টার অনলাইন গ্রাফিক্স

নোয়াখালীর বেগমগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল খাদে পড়ে ২ ভাইসহ ৩ জন নিহত হয়েছেন।

নিহতরা হলেন-উপজেলার কাদিরপুর ইউনিয়নের দুই ভাই আরাধন শুভ (১৫) ও মোহাম্মদ হৃদয় (১৮) এবং তাদের প্রতিবেশী মো. জাহেদ (১৮)। 

আজ সোমবার সকাল সোয়া ১০টার দিকে কাদিরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে স্থানীয় সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

বেগমগঞ্জ মডেল থানার উপপুলিশ পরিদর্শক মো. আওলাদ হোসেন দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন। 

কাদিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সালাউদ্দিন ডেইলি স্টারকে জানান, সকালে ওই ৩ জন মোটরসাইকেলে হোরম্বি বাজারের উদ্দেশে রওনা দেয়। তারা ৩ নম্বর ওয়ার্ডের বড় পোল-হোরম্বি সড়কে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খালে পড়ে যায়। 

এতে মোটরসাইকেলে থাকা ৩ জন গুরুতর আহত হয়। তাদের স্থানীয়রা উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন।

জানতে চাইলে স্থানীয় চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন ভূইয়া ডেইলি স্টারকে বলেন, 'মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ জন নিহত হওয়ার খবর শুনেছি। হাইওয়ে পুলিশ বিষয়টি দেখবে না।'

যোগাযোগ করা হলে বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান রাজিব দুর্ঘটনার খবর শুনেছেন বলে জানান।

Comments