শ্রীপুরে গার্মেন্টসকর্মী নিয়ে বাস খাদে, চালক নিহত

‘আজ আনুমানিক সকাল সাড়ে ৬টার দিকে মাওনা-বরমী আঞ্চলিক সড়কে সোহাদিয়া পাঠানটেক নলজুরা সেতুর কাছে গার্মেন্টসকর্মীদের বহনকারী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।’
শ্রীপুরে বাস খাদে
শ্রীপুরের বরমী এলাকায় গার্মেন্টসকর্মীদের নিয়ে বাস খাদে পড়ে যায়। ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী এলাকায় গার্মেন্টসকর্মীদের নিয়ে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লে এর চালক নিহত হন।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত মফিজুলের বাড়ি শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের সোহাদিয়া পশ্চিম পাড়ায় গ্রামে।

ঘটনাস্থল থেকে শ্রীপুর থানার এসআই আমিনুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ আনুমানিক সকাল সাড়ে ৬টার দিকে মাওনা-বরমী আঞ্চলিক সড়কে সোহাদিয়া পাঠানটেক নলজুরা সেতুর কাছে গার্মেন্টসকর্মীদের বহনকারী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।'

'এতে চালক মফিজুল ঘটনাস্থলে মারা যান' উল্লেখ করে তিনি আরও বলেন, 'আরও দুজন গুরুতর আহত হয়েছেন।'

স্থানীয়রা ডেইলি স্টারকে জানান, আহতের হাসপাতালে নেওয়া হয়েছে।

আহতদের কোন হাসপাতালে নেওয়া হয়েছে তা এখনো জানা যায়নি বলে জানিয়েছে এসআই আমিনুল ইসলাম।

Comments

The Daily Star  | English

A loud scream, followed by complete silence

The teep was still visible on Labib's head. His innocent life was lost over a trivial matter

1h ago