সেপ্টেম্বরে ৪০২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৭: যাত্রী কল্যাণ সমিতি

প্রতীকী ছবি: স্টার ডিজিটাল গ্রাফিক্স

বিদায়ী সেপ্টেম্বর মাসে ৪০২টি সড়ক দুর্ঘটনায় ৪১৭ জন নিহত ও ৬৫১ জন আহত হয়েছেন।

একই সময় রেলপথে ৪৯টি দুর্ঘটনায় ৫১ জন মারা গেছেন ও ২৬ জন আহত হয়েছে। নৌ-পথে দুর্ঘটনা ঘটেছে ১৬টি। এসব দুর্ঘটনায় ২৮ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন চার জন এবং তিন জন নিখোঁজ রয়েছেন।

সড়ক, রেল ও নৌ পথে মোট ৪৬৭টি দুর্ঘটনায় ৪৯৬ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন ৬৮১ জন।

দুর্ঘটনা নিয়ে কাজ করা সংগঠন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি আজ শনিবার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

দেশের জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত সড়ক, রেল ও নৌ দুর্ঘটনার সংবাদ পর্যবেক্ষণ করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে আরও বলা হয়, সবচেয়ে বেশি ১১৪টি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে ঢাকা বিভাগে। এতে ১১৮ জন নিহত ও ১১২ জন আহত হয়েছেন। সবচেয়ে কম ২৫টি সড়ক দুর্ঘটনা ঘটেছে সিলেট বিভাগে। এতে ২৯ জন নিহত ও ১০৬ জন আহত হয়েছেন।

Comments

The Daily Star  | English

Bangladesh tops sea arrivals to Italy

The number of Bangladeshis crossing the perilous Mediterranean Sea to reach Italy has doubled in the first two months this year in comparison with the same period last year.

6h ago