সেপ্টেম্বরে ৪০২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৭: যাত্রী কল্যাণ সমিতি

সড়ক, রেল ও নৌ পথে মোট ৪৬৭টি দুর্ঘটনায় ৪৯৬ জনের প্রাণহানি হয়েছে।
প্রতীকী ছবি: স্টার ডিজিটাল গ্রাফিক্স

বিদায়ী সেপ্টেম্বর মাসে ৪০২টি সড়ক দুর্ঘটনায় ৪১৭ জন নিহত ও ৬৫১ জন আহত হয়েছেন।

একই সময় রেলপথে ৪৯টি দুর্ঘটনায় ৫১ জন মারা গেছেন ও ২৬ জন আহত হয়েছে। নৌ-পথে দুর্ঘটনা ঘটেছে ১৬টি। এসব দুর্ঘটনায় ২৮ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন চার জন এবং তিন জন নিখোঁজ রয়েছেন।

সড়ক, রেল ও নৌ পথে মোট ৪৬৭টি দুর্ঘটনায় ৪৯৬ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন ৬৮১ জন।

দুর্ঘটনা নিয়ে কাজ করা সংগঠন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি আজ শনিবার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

দেশের জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত সড়ক, রেল ও নৌ দুর্ঘটনার সংবাদ পর্যবেক্ষণ করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে আরও বলা হয়, সবচেয়ে বেশি ১১৪টি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে ঢাকা বিভাগে। এতে ১১৮ জন নিহত ও ১১২ জন আহত হয়েছেন। সবচেয়ে কম ২৫টি সড়ক দুর্ঘটনা ঘটেছে সিলেট বিভাগে। এতে ২৯ জন নিহত ও ১০৬ জন আহত হয়েছেন।

Comments

The Daily Star  | English

Food inflation above 10% for half a year, why?

Experts say raising policy rate would have little impact on lowering food prices

26m ago