সড়কে প্রতিদিন ১২-১৫ জন নিহত হচ্ছেন, আমরাও নিরাপদ নই: বিআরটিএ চেয়ারম্যান

বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার বলেন, ‘প্রতিদিন ১২ থেকে ১৫ জন সড়কে নিহত হচ্ছেন। এমনকি আমরাও নিরাপদ নই...আমাদের সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং তা করতে হলে আমাদের সবাইকে ট্রাফিক আইন মেনে চলতে হবে।’
সংবাদ সম্মেলনে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার। ছবি: স্টার

আগামী ২২ অক্টোবর জাতীয় সড়ক নিরাপত্তা দিবস উপলক্ষে সড়ক নিরাপত্তা নিশ্চিত করা এবং সচেতনতা বৃদ্ধিতে ট্রাফিক আইন মেনে চলার ওপর গুরুত্বারোপ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ।

জাতীয় সড়ক নিরাপত্তা দিবসের আগে আজ মঙ্গলবার বিআরটিএ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার এসব কথা বলেন।

নূর মোহাম্মদ মজুমদার বলেন, 'প্রতিদিন ১২ থেকে ১৫ জন সড়কে নিহত হচ্ছেন। এমনকি আমরাও নিরাপদ নই...আমাদের সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং তা করতে হলে আমাদের সবাইকে ট্রাফিক আইন মেনে চলতে হবে।'

তিনি বলেন, 'পরিবহন মালিক থেকে শ্রমিক ও সড়ক ব্যবহারকারী- সবাইকে সচেতন হতে হবে এবং ট্রাফিক নিয়ম মেনে চলতে হবে। তা না হলে সড়ক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে না।'

তিনি আরও বলেন, 'শুধু ঢাকা শহরে ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগ করতে হলে ১০০ ম্যাজিস্ট্রেটের প্রয়োজন। তবে আমাদের মাত্র পাঁচ থেকে ছয়জন ম্যাজিস্ট্রেট আছে। তাই সামাজিক আন্দোলন গড়ে তুলতে না পারলে সড়ক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।'

নুর মোহাম্মদ জানান, জাতীয় সড়ক নিরাপত্তা দিবস উপলক্ষে সচেতনতা সৃষ্টির জন্য তারা র‌্যালি, মিছিল, প্রচারণাসহ নানা কর্মসূচি হাতে নিয়েছে।

Comments