নরসিংদীর বাবুরহাটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
কাপড়ের সবচেয়ে বড় পাইকারী বাজার নরসিংদীর মাধবধী থানার বাবুরহাটে আগুন লেগেছে।
রোববার রাত সাড়ে ১১টার দিকে বাজারে আগুন লাগে। প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৫ টি ইউনিট কাজ করছে।
আগুনে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর না পাওয়া গেলেও কাপড়ের ঘাটসহ প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
নরসিংদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. সাদেকুল বারি বলেন, 'আগুনের সুত্রপাত কীভাবে হয়েছে, জানা যায় নি। কোনো হতাহতের ঘটনা এখনো শুনিনি। আগুন নিয়ন্ত্রণে আমাদের ৫টি ইউনিট রাত ১১টা ৪০ মিনিটে কাজ শুরু করেছে কিন্তু সাড়ে ১২টায়ও আগুন নিয়ন্ত্রণে আসে নি। আমরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছি।'
শেখেরচর পুলিশ ফাঁড়ির ইন-চার্জ এমদাদুল হক বলেন, 'আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। স্থানীয়রাও আগুন নেভানোর কাজে এগিয়ে আসছেন। এখনই ক্ষয়ক্ষতির কথা বলা যাবে না। আমরা কাজ করছি। আগুনের সূত্রপাত কীভাবে তা তদন্ত ছাড়া বলা যাবে না।'
Comments