দারুস সালামে ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে আগুন

রাজধানীর দারুস সালাম থানাধীন এলাকায় ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটেছে।
আজ শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, সকাল ৬টা ১০ মিনিটের দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পৌঁছে সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।
কল্যাণপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার খোরশিদ আলম বলেন, 'এটি দুর্ঘটনা নাকি ইচ্ছাকৃতভাবে কেউ আগুন দিয়েছে তা তদন্ত করে বলা যাবে। আগুন ৩টি কক্ষের মধ্যে ২টিতে ছড়িয়ে পড়ে। অফিসের অন্যান্য সরঞ্জামসহ কম্পিউটার, নথিপত্র পুড়ে গেছে।'
…
Comments