কর্ণফুলী টানেল দেখতে গিয়ে বাস উল্টে যুবক নিহত, হাসপাতালে ১২

বাসটি টানেলের টোলবুথের আগে গোলচত্বর পার হওয়ার সময় রাস্তার ডিভাইডারে ধাক্কা লেগে উল্টে যায়।
টানেলের ডিভাইডারে ধাক্কা লেগে বাসটি উল্টে যায়। ছবি: সংগৃহীত

চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু টানেলের টোলবুথের মুখে যাত্রীবাহী বাস উল্টে একজন নিহত ও অন্তত ১২ জন আহত হয়েছেন।

আজ শুক্রবার দুপুর ১২টা ১০ মিনিটের দিকে টানেলের ডিভাইডারে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। 

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত আবুল হোসেন (৩৫) কক্সবাজারের চকরিয়া উপজেলার বাসিন্দা ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

ওসি কবিরুল ইসলাম বলেন, 'বাসটি পতেঙ্গা থেকে যাত্রীদের নিয়ে টানেল পরিদর্শনের জন্য যাচ্ছিল। এতে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন।'

'বাসটি পতেঙ্গা এলাকায় টানেলের টোলবুথের আগে গোলচত্বর পার হওয়ার সময় রাস্তার ডিভাইডারে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই আবুল হোসেন নিহত হন,' বলেন তিনি।

যোগাযোগ করা হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ নুরুল আলম আশেক ডেইলি স্টারকে জানান, আহতদের হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

পুলিশ বাসটি আটক করলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে ওসি জানান। এ ঘটনায় একটি মামলা হয়েছে।

Comments